ব্রুটফোর্স থেকে নিরাপদে থাকা

Brute Force ব্যাপারটি এখন আর আগের মত নেই , আগে একটা ছোট স্ক্রিপ্ট দিয়েই কাজ চালানো যেতো , এখন CMS গুলো ৪-৫ বার ভুল ট্রাই করার পর অটোমেটিক IP ব্লক করে থাকে। কিন্তু তাই বলে থেমে নেই Brute Force কারীরা, তারা প্রক্সি/Soks/VPN/Tor দিয়ে স্ক্রিপ্ট বানিয়ে নিয়েছে , যেগুলো ভুল ট্রাইয়ের পর আইপি চেঞ্জ করে অন্য আইপি থেকে ট্রাই করতে থাকে। এর প্রতিকার হিসাবে নিচের পদ্ধতিটি ব্যবহার করতে পারেন।

No CAPTCHA reCAPTCHA প্লাগিনটি ইন্সটল করুন এবং এক্টিভেট করুন। এরপর reCAPTCHA Keysসাইট কিসিক্রেট কি দিয়ে সেভ করুন। কি সংগ্রহ করতে reCAPTCHA সাইটে যেয়ে আপনার সাইট রেজিস্টার করুন এবং কি সংগ্রহ করুন।

কোথায় কোথায় ক্যাপাচা দেখাবে তা দেখিয়ে দিন।

আপনার লগিন পেজ নিচের মত দেখাবে।

results matching ""

    No results matching ""